ইউক্রেনের দক্ষিণে অবস্থিত রাশিয়া অধিকৃত খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সেখানকার রাশিয়া-সমর্থিত প্রশাসন।
গত মাসে খেরসন দখল করে নেয় রাশিয়া। কৃষ্ণ সাগরের সঙ্গে যোগাযোগের জন্য খেরসন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেটি দিনিপ্রো নদীর তীরে অবস্থিত।বেসামরিক নাগরিকদের খেরসন ত্যাগ করে এই দিনিপ্রো নদীর পূর্ব তীরের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়ান-সমর্থিত প্রশাসন।
বেসামরিক নাগরিকদের প্রতি দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, হামলা ও সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শঙ্কায় সকল নাগরিকদের অতিদ্রুত শহর ত্যাগ করতে বলা হচ্ছে। তবে সঙ্গে অবশ্যই টাকা, কাপড়, কাগজপত্র ছাড়াও মূল্যবান জিনিসপত্র নিতে ভুলবেন না।এদিকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
শনিবার ইউক্রেনের বিমান বাহিনী সূত্র জানায়, আমাদের বিমান বাহিনী, এন্টি-এয়ারক্রাফট মিসাইল ইউনিট ও ভ্রাম্যমাণ ইউনিট শত্রুদের ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে আরও জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে।
সিএনএন এসব তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।
অন্যদিকে আলাদা এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শনিবার রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ান বাহিনীর ছোড়া বেশ কয়েকটি মিসাইল ধ্বংস করেছে বিমান বাহিনী।
সূত্র: সিএনএন
0 মন্তব্যসমূহ