ফুটবল বিশ্বকাপে ভালো নেই কাতার প্রবাসীরা

ফুটবল বিশ্বকাপে ভালো নেই কাতার প্রবাসীরা


নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসছে নভেম্বরের ২০ তারিখ ফুটবল বিশ্বকাপ ফুটবল প্রেমীদের মাঝে এখন থেকেই উৎসবের আমেজ।

শুরু থেকেই কাতারের এই বিশ্বকাপ প্রশ্নবৃদ্ধ ছিলো কখনো শ্রমিকদের সঠিক বেতন না দেওয়া আবার কখনো সময়ের চেয়ে বেশি কাজ করানো থেকে শুরু করে শ্রমিকদের প্রাণহানি নিয়ে ছিলো নানান প্রশ্ন সব কিছুই কাতারের তরফ থেকে সবকিছুই মিথ্যা বলে চালিয়ে দেয়া হয়েছে। 

সবকিছুর মোকাবেলা করেই কাতার শেষ পর্যন্ত এই বিশ্বকাপ পরিচালনা করতে যাচ্ছে তাদের দেশে। আগে যা ছিল সব কিছুই ছিল খেলার মাঠকে গিরে কিন্তু এখন শুরু হয়েছে অন্য সমস্যা যেই ৫টি শহরে খেলা হবে বিশেষ করে কাতারের রাজধানী দোহা বা অন্য শহরের আশেপাশে থেকে প্রবাসীদের রুম থেকে বের করে দেয়া হচ্ছে, বলা হচ্ছে শহরের বাহিরে গিয়ে রুম নিয়ে থাকার আবার কাউকে ৬ জন একসাথে থাকলে তাদের বলাহচ্ছে মাত্র ৩ জন থাকতে হবে বাকিরা অন্য কোথাও চলে যাওয়ার জন্য।

এই অবস্থায় প্রবাসীরা কাজের পরে খুবই সমস্যায় পড়েছেন নতুন রুম খোঁজা নিয়ে ৪/৫ গুন্ বেশি ভাড়া দিয়েও রুম পাচ্ছে না  তার উপরে রুম ছাড়ার কথা বলে দেরি হচ্ছে দেখে পানির লাইন বিদ্যুৎ লাইন কেটে দিচ্ছে সব কিছু মিলিয়ে এই বিশ্বকাপে ভালো নেই প্রবাসীরা। 

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।