এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

২৭ আগস্ট থেকে আবর আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

আর্থিক সংকটে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়া শ্রীলংকা তাদের ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারছে না। নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা আরব আমিরাতকে বেছে নিয়েছে। 

তবে শ্রীলংকার পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল শ্রীলংকা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বাংলাদেশ আয়োজক হতে আগ্রহী। 

ছেলেদের এশিয়া কাপের আয়োজক হতে না পারলেও নারী দলের এশিয়া কাপের আয়োজক হতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে নারী দলের এশিয়া কাপ। 

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদশে নারী ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার আয়োজিত এশিয়া কাপে ফেভারিট ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। 

এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৬ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপ শেষ হবে। 

এ বিষয়ে এখনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া দল সেপ্টেম্বর মাসের ২৭ এবং ২৮ তারিখ বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।