মুন্সীগঞ্জে টিকটক করতে গিয়ে ব্রিজ থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপিয়ে পরে রাসেল (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় সাঁতরিয়ে তীরে ওঠেন হামিম নামে একজন। শনিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাসেল বরিশাল জেলার হিজলা থানার বরজানিয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। এছাড়াও সাঁতরিয়ে তীরে উঠা হামিম একই জেলার মুলাদি থানার লক্ষ্মীপুর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রাসেল ও হামিম নামের দুই যুবক টিকটক করার জন্য মুক্তারপুর ব্রিজের মাঝ থেকে ধলেশ্বরী নদীতে লাফিয়ে পরেন। হামিম সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রাসেল। এ ঘটনার পর থেকে নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মুক্তারপুর নৌ ফাঁড়ির এসআই আলী আকবর জানান, বিকাল ৩টার দিকে মুক্তারপুর ব্রিজের ওপর থেকে ২ যুবক লাফ দেয়। হামিম পাড়ে উঠতে পারলেও রাসেল পারেনি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলে। তবে ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।
0 মন্তব্যসমূহ