ভোলায় এসএস‌সি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ভোলায় এসএস‌সি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ভোলায় বাড়ির পাশের সুপা‌রি বাগান থে‌কে মো. ওবায়দুল্লাহ (১৫) না‌মে এক এসএস‌সি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দি‌কে ওই গ্রামের নয়া বাড়ির পিছনের সুপারি বাগান থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে পুলিশ।

নিহত ওবায়দুল্লাহ ভোলা সদর উপ‌জেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রো‌হিতা গ্রা‌মের মো. আব্দুল্লাহর ছে‌লে ও স্থানীয় এক‌টি বিদ্যালয়ের এসএস‌সি পরীক্ষার্থী।পু‌লিশ ও স্থানীয়রা জানান, সকা‌লের দি‌কে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত দেহ সুপা‌রি বাগা‌নে দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শকে খরব দেন।

ভোলা অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. ফরহান সরদার জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে পৌ‌ছে তার লাশ উদ্ধার ক‌রে‌ছি। নিহ‌তের শরী‌রে আঘা‌তের চিহৃ র‌য়ে‌ছে। ধারণা করা যাচ্ছে কেউ তা‌কে ধারা‌লো কোন অস্ত্র দি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে।

তি‌নি আ‌রও জানান, বিষয়‌টি তদন্ত চল‌ছে। আশাক‌রি ঘটনার মূল রহস‌্য ও ঘটনার সঙ্গে জ‌ড়িতরা দ্রুত গ্রেফতার হ‌বে।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।