হজ করে দেশে ফেরা হলো না নুরুল আমিনের

হজ করে দেশে ফেরা হলো না নুরুল আমিনের

পবিত্র হজ পালন করে দেশে ফেরা হলো না নুরুল আমিনের (৬৪)। হজ পালন করতে গিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে সৌদি আরবে তিনি মৃত্যু বরণ করেন।

নিহত নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের ফজলে মিয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর ‘ইএফ- ০৭৫৮০০৬’ এবং পিআইডি নম্বর '১৩৩৭০১৪'। তিনি বাংলাদেশি আফনান ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করতে সৌদি আরব যান। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হজ যাত্রী নুরুল আমিনের মৃত্যু বিষয়টি প্রকাশ করা হয়।

শুক্রবার রাত ১০টায় এ ব্যাপারে আফনান ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম জানান, ১৫ জুন ভোর ৫টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য হজ যাত্রীদের সাথে সৌদি আরবের হজ পালন করতে যান নরুল আমিন। 

তিনি দুপুরে মক্কায় পৌঁছে খাবার ও বিশ্রাম শেষে আসর নামাজ পড়ে ওমরাহ করেন। রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ১৬ জুন ভোর সাড়ে তিনটায় তিনি নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করলে তার সঙ্গে থাকা অপর হজ যাত্রীরা সেদেশের জরুরি সেবায় কল  দেয়। তাদের অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব করায় অসুস্থ নুরুল আমিনকে

টেক্সিক্যাবে করে বাংলাদেশ হজ মিশন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করে কর্তব্যরত ডা. আবদুর রাজ্জাক ভোর সাড়ে ৪টায় নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ মাসুম আরো জানান, নিহত হজ যাত্রী নুরুল আমিনের পরিবারের সাথে যোগাযোগ করার পর তাদের কোন আপত্তি না থাকায় বৃহস্পতিবার আসর নামাজের পর মক্কায় জানাজা শেষে নুরুল আমিনকে সরাইয়া নামক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।