বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথম ইহুদি রাষ্ট্র ইসরাইলে কয়েক দিনের ব্যবধানে প্রায় ৩ বার সন্ত্রাসী হামলা হয়েছে বলে দেশটি থেকে বলা হয়েছে এবং এর মধ্যে কয়েক জন আধাসামরিক নাগরিক থেকে শুরু করে বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দেশটি বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে আসলেই কি এইসব সন্ত্রাসী হামলা ছিলো নাকি তাদের নিজের তৈরী করা একটি কাহিনী মাত্র ?
কাহিনী কেন হবে ?
আসলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই ইসরাইলের এই ইহুদি দেশটিতে প্রতিনিয়ত হামলার খবর শুনা যাচ্ছে যেই হামলায় মানুষের হতাহত হবার খবর পাওয়া যাচ্ছে , বিশেষজ্ঞরা বলছে এমন কিছু নাও হতে পারে কারণ রাশিয়ার ইউক্রেনে উগ্রশনের পরথেকেই ইউক্রেন ইসরাইল থেকে অনেক সাহায্য চেয়েছে কিন্তু দেশটি কিছু সংখক ইহুদিদের নিজের দেশে আশ্রয় দেয়া ছাড়া প্রকাশ্যে কোনো সাহায্যই করেনি ইউক্রেনকে।
এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ইসরাইল চাচ্ছেনা রাশিয়ার সঙ্গে বিবাদের চাইছেনা তাদের সম্পর্কের কোনো পাটোল , তাই হয়তো নিজেদের বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্রের চাপথেকে বাঁচার জন্য তাদের দেশে নিজেরাই সমস্যার সৃষ্টি করছে আর অন্য দেশকে এটা বুজানোর চেষ্টা করা হচ্ছে যে তার নিজেরাই তাদের সমস্যা নিয়ে বেস্ত আছে।
বলির পাঠা করা হচ্ছে পালিস্তিনের মুসলিমদের হামলাকারীদের পরিচয় দেয়া হচ্ছে আরাব দের এতে এক ঢিলে ২ পাখি শিকার করতে চাচ্ছে তারা যেমন মিত্র দেশগুলোর ইউক্রেনকে সাহায্যর জন্য চাপ থেকে বাঁচা আর এই হামলার প্রতিবাদ দেখানোর জন্য নিরীহ পালিস্তিনীদের উপর হামলা করা।
এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ইসরাইল চাচ্ছেনা রাশিয়ার সঙ্গে বিবাদের চাইছেনা তাদের সম্পর্কের কোনো পাটোল , তাই হয়তো নিজেদের বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্রের চাপথেকে বাঁচার জন্য তাদের দেশে নিজেরাই সমস্যার সৃষ্টি করছে আর অন্য দেশকে এটা বুজানোর চেষ্টা করা হচ্ছে যে তার নিজেরাই তাদের সমস্যা নিয়ে বেস্ত আছে।
বলির পাঠা করা হচ্ছে পালিস্তিনের মুসলিমদের হামলাকারীদের পরিচয় দেয়া হচ্ছে আরাব দের এতে এক ঢিলে ২ পাখি শিকার করতে চাচ্ছে তারা যেমন মিত্র দেশগুলোর ইউক্রেনকে সাহায্যর জন্য চাপ থেকে বাঁচা আর এই হামলার প্রতিবাদ দেখানোর জন্য নিরীহ পালিস্তিনীদের উপর হামলা করা।
0 মন্তব্যসমূহ