ইউক্রেনের বিরুদ্ধে লড়তে নগরাঞ্চলে যুদ্ধের অভিজ্ঞতা আছে এমন সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চার মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, কিয়েভ দখলে সহায়তায় আশায় রাশিয়া সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিয়েছে।
২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ হয়ে যোগ দেয় রাশিয়া। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতকে সাধারণত নগরাঞ্চলের সংঘাত বলেই মনে করা হয়।
এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানায়, কয়েকজন সিরিয়ান যোদ্ধা এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়ে রাশিয়ায় পৌঁছেছে। তবে ঠিক কতজন যোদ্ধা যোগ দিচ্ছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই মার্কিন কর্মকর্তারাও এ ব্যাপারে বিস্তারিত জানাননি।
ইউক্রেনে চলমান সংঘাতে উভয় পক্ষেই যোগ দিয়েছে বিদেশী সেনারা।দুর্ধর্ষ চেচেন নেতা রমজান কাদিরভ তার বাহিনী নিয়ে যোগ দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে।অন্যদিকে ইউক্রেনের হয়ে ২০ হাজার যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে লড়াছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
0 মন্তব্যসমূহ