ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী বহিষ্কার

ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী বহিষ্কার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ২৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২ ফেব্রুযারি) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপরীতে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেজন্য দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৭ নেতা-কর্মীকে বহিষ্কারাদেশ দিয়ে চিঠি দিয়েছন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড মোহাজ্জেম হোসেন বাবুল।

চিঠি সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হারেছ উদ্দিন আহাম্মদ, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন মণ্ডল, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। সোহাগী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য কাজী আজিজুল হক, সাবেক যুবলীগ নেতা মো. আজিজুল হক, আসাদুজ্জামান আসাদ, মো. লিটন আল সাগর, যুবলীগ সভাপতি মো. জুলহাস উদ্দিন সুজন।

সরিষা ইউনিয়নে উপজেলা আ লীগ সদস্য মো. একরাম হোসেন ভুঁইয়া, আঠারবাড়ি ইউনিয়নে যুবলীগ যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সরকার, মোস্তাফিজুর রহমান স্বপন, আসাদুজ্জামান রবিন, হৃদয় আহম্মেদ সেলিম, আ. মোতালেব। জাটিয়া ইউনিয়নে মো. আল আমিন, মো. মীর কাসিম, মো. আ: ছালাম।

মাইজবাগ ইউনিয়নে মিজানুর রহমান রতন, আবু বাহারুল আলম মজনু ও আবুল কাশেম। মগটুলা ইউনিয়নে হাসিবুল হাসান খান রাজিব, ডা. বোরহান উদ্দিন ভুঁইয়া। তারুন্দিয়া ইউনিয়নে মাহবুব আলম, আনোয়ার হোসেন, মো. মহিউদ্দিন আজাদ, ফরিদ খান ও মোশাররফ হোসেন।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।