রক্তমাখা টয়লেট পেপারে মোড়ানো এক নবজাতককে বিমানের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পাওয়া গেছে। ইতোমধ্যে সেখান থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় মাদাগাস্কার থেকে আসা ২০ বছরের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ফ্লাইটে ওই শিশুর জন্ম দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি মাদাগাস্কার থেকে আসা এয়ার মরিশাসের বিমানটি স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ওই বিমানবন্দরের কর্মকর্তারা রুটিনমাফিক তল্লাশি চালালে এই ঘটনা নজরে আসে।
এরপর কর্মকর্তারা ওই নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সন্দেহভাজন ওই তরুণী প্রাথমিকভাবে অস্বীকার করে যে ছেলে শিশুটির মা তিনি নন। তবে মেডিক্যাল রিপোর্টে ধরা পড়ে তিনি কেবলমাত্র শিশুটিকে জন্ম দিয়েছেন। হাসপাতালে পুলিশের নজরদারিতে আছেন ওই তরুণী। বর্তমানে ওই তরুণী এবং শিশুটি সুস্থ আছে।
জানা যায়, আটক ওই নারী মাদাগাস্কারের বাসিন্দা দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে মরিশাসে এসেছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হবে। তথ্যসূত্র: বিবিসি।
0 মন্তব্যসমূহ