ইন্দোনেশিয়ায় ঝগড়া থেকে বারে আগুন, ১৯ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ঝগড়া থেকে বারে আগুন, ১৯ জনের মৃত্যু


ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার কারাওকে বারে স্থানীয় কয়েকজন তরুণের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে অগ্নিসংযোগে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর নিশ্চিত করেছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার গভীর রাতে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে প্রাণ হারায় সে। এরপর সেখানে অগ্নিসংযোগ হলে ভেতরে আটকে পড়েন ১৮ জন।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।