নির্বাচনী সহিংসতা: পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নির্বাচনী সহিংসতা: পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন প্রামানিক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নাজিরপুর হাটপাড়া গ্রামের নূর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই গ্রামে একটি দোকানের পাশে বসে সদ্য পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আলম মধু ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম হোসেন প্রামানিক কথা বলছিলেন। সেখানে আরেক চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে শামীম হোসেন প্রামানিক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর হেমায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত হন এবং নৌকার প্রার্থী মঞ্জুরুল আলম মধু ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম নিলু পরাজিত হন।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।