প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারলাম না, এজন্য আমি দুঃখিত, এজন্য করোনাই দায়ী।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার বই উৎসব হয়নি। নতুন শ্রেণির ক্লাস শুরু হওয়ার পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বই পেয়ে যাবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌঁনে ১১টায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধকালে একথা বলেন প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও দশটি শিক্ষাবোর্ডের প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সকল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করছি। ফলাফল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং অনলাইনেও জানা যাবে।
0 মন্তব্যসমূহ