জুতা কারখানায় আগুন: নিহতের পরিচয় শনাক্তে মর্গে স্বজনরা

জুতা কারখানায় আগুন: নিহতের পরিচয় শনাক্তে মর্গে স্বজনরা

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় রুমানা সুজ লিমিটেড কারখানায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতের অগ্নিকাণ্ডে নিহত পাঁচ শ্রমিকের পরিচয় শনাক্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছেন স্বজনরা।

বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে রুমানা সুজ কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শুক্রবার ভোরে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতদের স্বজনদের সূত্রে স্থানীয় ব্যবসায়ী ই‌লিয়াস হো‌সেন জানান, নিহতরা হ‌লেন- মা‌নিকগঞ্জ সদ‌রের আইমারা গ্রা‌মের মৃত আব্দুর রশী‌দের ছে‌লে আ‌মিনুর ইসলাম (৩৫), চাঁদপু‌রের কচুয়া উপ‌জেলার বাইছড়া গ্রা‌মের আবুল হা‌সেম মির্জার ছে‌লে ম‌নির হো‌সেন (৩২), ব‌রিশা‌লের মুলাদী উপ‌জেলার ছ‌বিপুর গ্রা‌মের সেকান্দার মৃধার ছে‌লে আব্দুর রহমান রু‌বেল (৪০), কি‌শোরগঞ্জের বা‌জিতপুর উপ‌জেলার উলুকা‌ন্দি গ্রা‌মের শহর আলীর ছে‌লে শামীম মিয়া (৩৫), শেরপুরের শ্রীবর্দী উপ‌জেলার চক্ক‌রিয়া গ্রমের মৃত সাইফুল ইসলামের ছে‌লে কামরুল হাসান কা‌মিরুল (২৬)।

পুুলিশের এক কর্মকর্তা বলেন, পরিচয় পাওয়া গেলেও শতভাগ নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। কেননা ওই মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে।

জানা গেছে, অ‌গ্নিকা‌ণ্ডের প‌রে ওই কারখানা‌র মা‌লিক হাজী রফিক মিয়া পলাতক র‌য়ে‌ছেন।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।