দুই বছরে বিশ্বে ধূমপায়ী কমেছে দুই কোটি

দুই বছরে বিশ্বে ধূমপায়ী কমেছে দুই কোটি

বিশ্বে কয়েক বছরে কমেছে ধূমপায়ীর সংখ্যা। মঙ্গলবার তামাকের ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ উঠে আসে। তামাকের প্রতি এ আসক্তি ঠেকাতে বিশ্বব্যাপী লাখো মানুষের মৃত্যু ঠেকাতে দেশগুলোকে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছে তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ধূমপায়ীর সংখ্যা কমলেও তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতি বছর বিশ্বে ৮০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২০ সালে ধূমপান করে এমন মানুষ ছিল প্রায় ১৩০ কোটি। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১৩২ কোটি। ফলে আগের বছরের তুলনায় বিশ্বে ধূমপায়ীর সংখ্যা কমেছে দুই কোটি। খবর এনডিটিভির।

গত বছর বিশ্বের ৩৬ দশমিক সাত শতাংশ পুরুষ ও সাত দশমিক আট শতাংশ নারী তামাকজাত পণ্য ব্যবহার করেছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে ১৩ থেকে ১৫ বছর বয়সী তিন কোটি ৮০ লাখ কিশোর-কিশোরীও তামাকজাত পণ্যে আসক্ত। ২০২৫ সালের মধ্যে বিশ্বে ধূমপায়ীর সংখ্যা ১২৭ কোটিতে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়লেও সাত বছরে বিশ্বের ধূমপায়ীর সংখ্যা পাঁচ কোটি কমবে। এ প্রতিবেদনে অবশ্য ইলেকট্রনিক সিগারেট ব্যবহারকারীদের হিসাবে ধরা হয়নি।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।