বাংলাদেশি ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌ-বাহিনী

বাংলাদেশি ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌ-বাহিনী

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে মাছ ধরার চারটি ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ খবর নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

ট্রলার মালিকদের পরিচয় হলো সেন্টমার্টিনের বাসিন্দা মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে।

জেলেরা জানিয়েছে, তাদের নৌ-বাহিনীর জাহাজে তোলা হয়েছে এবং ট্রলারগুলো জাহাজের সঙ্গে বেঁধে রেখেছে। এখন ফোন সংযোগ বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি জানেন। এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।