রাজধানীর সোয়ারিঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, জুতার সোল তৈরির প্লাস্টিকের কারখানা ছিল এটি। সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইউম জানান, নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
0 মন্তব্যসমূহ