লিটন-মুশফিক জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

লিটন-মুশফিক জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (২৬ নভম্বের) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।

তবে লিটন-মুশফিকের জুটি নতুন করে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ৪৯ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন লিটন দাস ও মুশফিকুর রহিম। প্রথম সেশনে বাকি ওভারগুলো পেরিয়ে দ্বিতীয় সেশনে এখন আস্থার সঙ্গে ব্যাট করছেন দুজন। উইকেটে দুজনেই সেট। বাজে বলগুলো থেকে রান বের করতে পারছেন। ১৩৫ বলে ৫৩ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে ব্যাট করছেন দুজন।

শাহিন আফ্রিদিকে এরই মধ্যে দুই স্পেলে ফিরিয়েও জুটিটা ভাঙতে পারেননি বাবর আজম। বাংলাদেশ ৪৯ ওভার শেষে ৪ উইকেটে ১০২। লিটন ২০ রানে অপরাজিত। মুশফিকের সংগ্রহ অপরাজিত ২০।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।