২০২২ সালের মধ্যে ৫০০ কোটি করোনার টিকা তৈরি করবে ভারত

২০২২ সালের মধ্যে ৫০০ কোটি করোনার টিকা তৈরি করবে ভারত

২০২২ সালের মধ্যে করোনা টিকার ৫০০ কোটি ডোজ তৈরি করতে প্রস্তুত ভারত। ‘এক বিশ্ব ও এক স্বাস্থ্য’ শীর্ষক জি২০ সম্মেলনে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ২০২০ সালের শেষের মধ্যে করোনাভাইরাস টিকার ৫০০ কোটি ডোজ তৈরি করতে প্রস্তুত আছে ভারত। যা সারা বিশ্বেও মিলবে। সেই লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়ার জন্য করোনাভাইরাস মহামারিসহ বিশ্বের যে কোনও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মোকাবিলার ক্ষেত্রে একজোট হতে হবে। সেইসঙ্গে ভবিষ্যতের কোনও মহামারির বিরুদ্ধে একত্রিতভাবে লড়াইয়ের জন্য একটি প্রক্রিয়ার উপর জোর দেন মোদি।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, জি২০ সম্মেলনের প্রথম সেশনে করোনাভাইরাস মোকাবিলায় ভারতের অবদান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ১৫০ টি দেশে চিকিৎসার সরঞ্জাম পাঠানো এবং ‘এক বিশ্ব ও এক স্বাস্থ্যের’ উপর জোর দিয়েছেন তিনি।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।