স্ত্রীর জ্বালা থেকে মুক্তি পেতে কারাগারে!

স্ত্রীর জ্বালা থেকে মুক্তি পেতে কারাগারে!

স্ত্রীর জ্বালা সইতে না পেরে কারগারকে বেছে নিতে চান ইতালির রোমের গুইডোনিয়া শহরের এক বাসিন্দা। সম্প্রতি ৩০ বছর বয়সী এ ব্যক্তি এমনই দাবি করেছেন। তার কাছে স্ত্রীর সঙ্গে এক মুহূর্ত কাটানোর চেয়ে সহস্র বছর কারাগারে কাটানো শ্রেয়। খবর অডিটিসেন্ট্রালের

গত শনিবার (২৩ অক্টোবর) থেকে তারা ওই ব্যক্তিকে এমন দাবি করতে শোন যাচ্ছে। তার এক প্রতিবেশী বলছেন, তিনি পরিবারের সঙ্গে বসবাস করেন এবং বর্তমানে তার পরিবারে অশান্তি চলছে। সবসময় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। সে কারণে তিনি দাবি করছেন, ‘আমার পরিবার নরকে জ্বলুক। আমি কারাগারে থাকতে চাই।’

ওই ব্যক্তি বার বার পুলিশের কাছে যাচ্ছেন এবং তাকে গ্রেপ্তারের আবদার করছেন। তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করুন। তবু স্ত্রীর হাত থেকে আমাকে বাঁচান।

এর আগে স্ত্রীর কাছ থেকে মুক্তির জন্য বহু পুরুষ কারাগারে যেতে চেয়েছেন। সেরকমই ২০১৬ সালে এক ব্যক্তি কারাগারে যেতে চেয়েছিলেন। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি দাবি করেছিলেন, স্ত্রীর সঙ্গে এক মিনিটও অতিবাহিত করতে পারবেন না তিনি।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।