সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাযানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে দুটি ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার ভোরে এই দুই ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোট এ খবর নিশ্চিত করেছে। খবর এনডিটিভি, আল জাজিরা ও রয়টার্সের।
জানা গেছে, আহত তিন বাংলাদেশি বিমানবন্দরের কর্মী। অন্যদের মধ্যে ছয় জন সৌদি আরবের এবং একজন সুদানের নাগরিক। তবে ড্রোন হামলার কারণে বিমবন্দরের ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি।
এখনও পর্যন্ত এই দুই ড্রোন হামলা কারা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। কোনো পক্ষ বা গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে অনুমান করা যাচ্ছে, এ হামলা ‘ইরানের মদদপুষ্ট’ ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী করে থাকতে পারে।
সৌদি আরবের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, হামলায় দুটি ‘লাদেন ড্রোন’ ব্যবহার করা হয়েছে।
২০১৫ সালে ইয়েমেনের প্রধানমন্ত্রী মনসুর হাদিকে পদত্যাগে বাধ্য করে হুথি বিদ্রোহীরা। ওই বছরই তাকে পুনরায় ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী। তখন থেকেই সৌদি আরবের বিভিন্ন শহরে ড্রোন ও রকেট হামলা করে আসছে হুথিরা।
0 মন্তব্যসমূহ