শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়াম আলী (৮) এবং একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, দুপুর সোয়া দুইটার দিকে বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছালে বাতাসের কবলে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধারের অভিযানে লিলিমন ও সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে নানী ও নাতি।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। নিখোঁজ রয়েছে অনেকে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

0 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।