এক দুখিনী মায়ের কথা | BD420


১৫ বছর বয়স থেকে এই বৃদ্ধার কোমরের নীচ থেকে পা চিকন হতে থাকে ,
বোধশক্তি নেই পেশিতে । স্বাভাবিক কর্ম হারিয়ে ফেলেছেন ,
তার ঘরে তিন মেয়ে চার ছেলে ,
 চার ছেলেই এই অজ্ঞাত রোগে আক্রান্ত হয় । 
এক মেয়ের অবস্থাও একই ।
 দুই মেয়ে ১৫ বছরের আগে বিয়ে দেন ।
 তাদের কোন সমস্যা হয়নি । 

বাসাইল উপজেলার যশিহাটী গ্রামে তাদের বাড়ি ( নাম পরিচয় আপাতত প্রকাশ করা হলো না ) ।
 পরিবারে আয়ের কোন উৎস নেই । 
ভিটে বাড়িটুকুই একমাত্র সম্বল ।
 এ পরিবারের সাথে কেউ আত্মীয়তাও করতে চায় না । 
কবিরাজি চিকিৎসা করেছেন । 
টাকার অভাবে ঢাকায় গিয়ে চিকিৎসা করা সম্ভব হয়নি ।
আল্লাহ বড় নেয়ামত সুস্থ্যতা । 

আমরা কত ভাল আছি ।

 এদের থেকে আল্লাহ আমাদের কতটা ভাল রেখেছেন ।
 তারপরেও শুকরিয়া আদায় করি না পরম করুণাময়ের ।
 এই পরিবার নিয়ে একটি রিপোর্ট করবো । কথা বলেছি তাদের সাথে । 
খুব দ্রুতই জীবন সংগ্রামে পরাস্ত এই পরিবারটি প্রতিবেদন দেখা যাবে চ্যানেল আইতে ।

1 মন্তব্যসমূহ

-------- আমাদের সকল পোস্ট বা নিউজ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে নেয়া - প্রতিটি পোস্টের ক্রেডিট সেই পোস্টের শেষ ভাগে দেয়া আছে।