মাত্র ৩০ সেকেন্ডে রায়, ১২ ঘন্টার ব্যবধানে ফাঁসি। নো আপিল, নো রিভিউ, নো শুনানি সরাসরি ফাঁসি....!!!!
একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া শর্তেও এমন নির্দয় ভাবে কার ফাঁসি কে দিয়েছিল জানেন? আমাদের নতুন প্রজন্ম হয়তো ভাববে চার-পাঁচশ বছর আগে বোধহয় পৃথিবীর কোথাও না কোথাও এমনটি হয়েছিল?
কিন্তু না এমন নির্দয় ঘটনাটি ঘটেছিল আমাদের এই বাংলাদেশেই। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে আপনি যেই জিয়াকে চিনেন?
জ্বি, সেই জিয়াই জোর করে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখল করে তার ক্ষমতা দীর্ঘ করার হীন বাসনা নিয়ে কর্নেল তাহের নামের শারীরিক প্রতিবন্ধী একজন সেক্টর কমান্ডারকে এভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে নির্দয় ভাবে হত্যা করেছিল।
শুধু তাই নয়, এই জিয়া আমাদের মহান মুক্তিযুদ্ধের আরো ৩ জন সেক্টর কমান্ডারকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছিল।
তাদের লাশ পর্যন্ত গুম করে দিয়েছিল। কবর পর্যন্ত জোটেনি সেসব সেক্টর কমান্ডারদের কপালে।
১৯৭৬-১৯৮১ জিয়ার এই শাসনামলে সে এভাবে হত্যা করেছিল বিমান বাহিনীর হাজার হাজার অফিসারকে।
১৯৯১ সালে মামলা ১৯৯৩ সালে সাজা অর্থাৎ মাত্র দুই বছরের ব্যবধানেই ৫ বছরের সাজা। তাও আবার রায় ঘোষণার পুর্বেই জেলে আটক। অপরাধ ছিল মাত্র দেড় লাখ টাকা আত্নসাত।
কি মনে পড়ে কার ঘটনা বলছি? হ্যাঁ সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের কথাই বলছি। এই খালেদা জিয়াই ১৯৯১ সালে ক্ষমতায় এসে মামলা দিয়ে মাত্র দুই বছরের ব্যবধানে দেড় লাখ টাকা আত্নসাতের অভিযোগ এনে এরশাদকে ৫ বছর জেল খাটিয়েছিল।
অথচ আজ সেই জিয়া-খালেদার অনুসারীরাই দেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু কোন মুখে?
0 মন্তব্যসমূহ